হাওরাঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক :   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত হাওর এলাকা পরিদর্শন করতে সুনামগঞ্জ পৌঁছেছেন। আজ রবিবার(৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি শাল্লায় পৌঁছান।

তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্য নেতাকর্মীরা রয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো শাল্লা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।

প্রধানমন্ত্রী পৌঁছানের আগে শাল্লায় পৌঁছেন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।

জানা যায়, প্রধানমন্ত্রী উপজেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। বিকালে প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.