কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

0

গোলাম সরওয়ার : আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবার্ষিকী আজ বৃহস্পিতবার । জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালবাসায় দিনটি উদযাপন করবে। মূলত বিদ্রোহী হলেও নজরুল ছিলেন চির তারুণ্য ও প্রেমের কবি। তার মধ্যে এই সঙ্গে দ্রোহ ও প্রেমের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল।

দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আসা কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন। তাঁর ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। খবর বাসসের।

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। এছাড়া চট্টগ্রামসহ দেশব্যাপী বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.