ফখরুলের নামে ভুয়া ফেসবুক আইডি

0

সিটিনিউজ ডেস্ক::বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে দলটি।

বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাউফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কোনো ব্যক্তি বা মহল বিএনপি মহাসচিবের নাম, ছবি ও মোবাইল নম্বর ব্যবহারের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়মিতভাবে বিভিন্ন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা বা ছবি পোস্ট করছে। যার সাথে বিএনপি মহাসচিবের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিব্রত করার উদ্দেশ্য নিয়েই এসব কর্মকাণ্ড করা হচ্ছে। যারা এ ধরনের অপকর্মের সাথে লিপ্ত রয়েছেন তাদেরকে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.