চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা উত্তরাধিকার সূত্রে পাওয়া

0

গোলাম সরওয়ার :  চসিক নব নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহনকালে সাংবাদিকদের প্রশ্নে জলাবদ্ধতা নিয়ে তিনি বলেন চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা উত্তরাধিকার সূত্রে পাওয়া ।  বৃষ্টিপাত বন্ধের ক্ষমতা আমার কেন, কারো নেই, তুমুল বৃষ্টিপাত প্রকৃতির আচরণ। উত্তরাধিকার সূত্রে এ জলাবদ্ধতা সমস্যা পেয়েছি।  শপথ গ্রহণ করার পর দায়িত্ব না নিলেও কিছু বাস্তব সম্মত পরিকল্পনা গ্রহণ করেছি বলেই দ্রুত সময়ের মধ্যে পানি নেমে যাচ্ছে।  এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান মেয়র। তিনি বলেন,‘আগামী এক বছরে মধ্যে বন্দর এলাকা জলাবদ্ধতামুক্ত করা হবে। এক সঙ্গে তো পারবো না। পর্যায়ক্রমে পুরো নগরী জলাবদ্ধতামুক্ত করা হবে। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর ও ওয়াসার সহযোগিতা নেওয়া হবে।

একই সঙ্গে স্যুয়ারেজ ও ড্রেনেজ সিস্টেমেরও আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.