লোহাগাড়ার  প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

0
দিলীপ তালূকদার::চট্টগ্রামের লোহাগাড়া বড় হাতিয়ায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার বেলা ২.৪০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। বিমানে দুই জন পাইলট ছিল। একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষনার্থী। তারা দুই জনই প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে সমতলে অবতরণ করতে সক্ষম হয়েছে বলে চট্টগ্রাম শাহ্ আমানত বিমান বন্দর সূত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, বিকট শব্দে বিমানটি মাটিতে পড়ার সাথে সাথে আগুন ধরে যায়। তবে এলাকাটি নির্জন ও পাহাড়ী এলাকা হওয়ায় কোন ধরনের ঘরবাড়ী বা জনমানবের ক্ষতি হয়নি।
স্থানীয় লোহাগাড়া থানা থেকে প্রায় ২০ কিমি দূরে বড় হাতিয়া হরিদার ঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে বিমানটি বিধ্বস্ত হয়। লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মোঃ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.