কুরআন শিক্ষায় অবদান রাখায় লোহাগাড়ার হাফেজ ইদ্রিস সংবর্ধিত

0

নিজস্ব প্রতিবেদক::মুসলিম জাহানের পূণ্যভূমি পবিত্র মক্কা মুকাররমার হারামাইন শরীফঈনের অধীনে সূদীর্ঘ ২৫ বছর পবিত্র আল কুরআন শিক্ষায় অসামান্য অবদান রাখায় সংবর্ধিত হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব হাফেজ মুহাম্মদ ইদ্রিাস।

উল্লেখ্য, অনুষ্ঠানটি পবিত্র হারামাঈন শরীফাঈনে অনুষ্ঠিত হয়। এবং উক্ত অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করেন পবিত্র মক্কার নায়েবে আমির শায়খ আবদুল্লাহ বিন বান্দর ইবনে আব্দুল আজিজ এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যকারী কমিটির প্রধান ও পবিত্র কাবা শরীফের সম্মানিত ঈমাম ড. শায়খ আবদুল রহমান আস সুদাইস এবং মসজিদে হেরামের ইমামগণ।

উল্লেখ্য আলহাজ্ব হাফেজ মুহাম্মদ ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের প্রবীণ আলেমদ্বীন আলহাজ্ব হাফেজ ছালেহ আহমদের পুত্র।

তিনি বাংলাদেশেও কুরআনের খেদমতের জন্য একটি হেফজখানা ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। এই তথ্য নিশ্চিত করেন তার ছোট ভাই মক্কা প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ ও তার বড় ছেলে হাফেজ আলমগীর হাছান। তার এই সফলতার জন্য মাইজপাড়া যুব ঐক্য পরিষদসহ লোহাগাড়ার অন্যান্য সংগঠন অভিনন্দন জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.