কৃষি বান্ধব শেখ হাসিনার সরকার কৃষিতে ব্যাপক সফলতা অর্জন করেছে

0

নিজস্ব প্রতিনিধি, সিটিনিউজ :  পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। অতীতে কৃষি খাতে তেমন কোন সফলতা অর্জন না হলেও বর্তমান সরকারের আমলে নানান পরিকল্পনায় সাধারন কৃষকদের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নের মাধ্যমে দেশ আজ ব্যাপক সফলতা অর্জন করেছে। তাই শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার হিসেবে বিশ্বের কাছে প্রসংশিত হয়েছেন।

তিনি কৃষকদের আধুনিক ডিজিটাল যন্ত্রের মাধ্যমে কৃষি ফলন সহজতর ভাবে চাষাবাদ করে উন্নত জাতের ফলন ফলাতে এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য পটিয়া উপজেলায় ২০ লক্ষ টাকা ব্যায়ে আধুনিক এ কৃষিযন্ত্র ব্যাবহারের সুযোগ সুবিদা গ্রহন করবে কৃষকরা।

তিনি গতকাল শনিবার উপজেলার কেলিশহরে খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায় এর আওতায় যন্ত্র সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের পরিকল্পনা উইং যুগ্ন প্রধান মো. আনোয়ার হোসেন, সম্প্রসারন-৩ অধি যুগ্ন সচিব বলাই কৃষ্ণ হাজরা, প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার রঘু নাথ নাহা, পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক বিজন চক্রবর্তী, দক্ষিন জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু, সাবেক ছাত্রনেতা এম. এজাজ চৌধুরী, ইউসুফ নবী টিপু, সুমন চক্রবর্তী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.