১টি ‘মশার কয়েলে’ ১০০টি সিগারেট

0

সিটিনিউজবিডি :  বদ্ধঘরে মশার কয়েল জ্বালানো আর প্রায় ১০০টি সিগারেট খাওয়া দুই-ই সমান! সিগারেটে ফুসফুসের ক্যানসার হয়, সেভাবেই মশার কয়েল এবং ঠাকুরঘরে সুগন্ধি ধূপকাঠি জ্বালালেও ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। ভারতের চেস্ট রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর সন্দীপ সালভি জানিয়েছেন, মশার কয়েল এবং ধূপকাঠি শুধু ফুসফুসের জন্যই ক্ষতিকর নয় বরং এর জের হিসেবে ক্যানসারও হতে পারে।

গবেষণায় জানা গেছে, এই ধূপকাঠিগুলো বিষাক্ত উপাদানে তৈরি। এর মধ্যে থাকে সিসা, লোহা এবং ম্যাঙ্গানিজ। তিনি বলেন, মশার ধূপে ‘পাইরেথ্রিন’ নামে একটি কীটনাশক থাকে, যা ফুসফুসের পক্ষে ক্ষতিকর। তবে ধোঁয়াবিহীন মশার ধূপে এই উপাদানগুলো কম থাকলেও সেগুলো থেকে বিশাল পরিমাণে কার্বন মনোক্সাইড নির্গত হয়, যা ফুসফুসের জন্য ক্ষতিকর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.