রাজধানীর হাতিরপুলে বিস্ফোরণে দগ্ধ ৩

0

সিটিনিউজবিডি : রাজধানীর হাতিরপুলের সেন্ট্রাল রোডের এক বাসায় বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। ঘটনাটি দুর্ঘটনা বলে পুলিশ মনে করছে।

অগ্নিদগ্ধরা হলেন- ফজলুর রহমান (৪৫), তার ভাগ্নি পান্না আক্তার (২৫) ও ভাগ্নে দেলোয়ার হোসেন (২২)। তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সেন্ট্রাল রোডের একটি ভবনের ছয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণে তারা দগ্ধ হন বলে কলাবাগান থানার ওসি ইকবাল হোসেন জানিয়েছেন।

ফজলুর ২০০৯ সাল থেকে ওই বাসায় ভাড়া থাকেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বাড়ি নেত্রকোনায়।

ওসি বলেন, “ঘটনাটি ক্রাইম এক্টিভিটিজ নয় বলে মনে হচ্ছে। গ্যাস থেকে এই বিস্ফোরণ হতে পারে।”

বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে ওসি জানান।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের পর ওই বাসায় কোনো আগুন লাগেনি। তবে কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, দগ্ধদের মধ্যে পান্না ও ফজলুর অবস্থা গুরুত্বর।

পান্নার শরীরের ৯০ শতাংশ, ফজলুরের ২৮ শতাংশ পুড়েছে। দেলোয়ারের দেহের চার শতাংশ পুড়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.