কর্ণফুলী উপজেলা নির্বাচন : বিএনপির তিন প্রার্থীর নির্বাচন বর্জন

0

নিজস্ব প্রতিনিধি::চট্টগ্রামে নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন বর্জন করেছেন বিএনপির তিন প্রার্থী।  রোববার সকাল ১০ টার দিকে নির্বাচন বর্জনের ঘোষনা দেন প্রার্থীরা।

বিএনপির প্রার্থীরা জানান কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, এজেন্ট ঢুকতে না দেয়া, কেন্দ্র দখল করে জোরপূর্বক ব্যালটে সীল মেরে ভোট প্রদানের অভিযোগে নির্বাচন বর্জন করেন।

বিএনপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম ফোরকান জানান, রবিবার সকাল ৮টা থেকে উপজেলার ৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু বেশিরভাগ কেন্দ্রে তাদের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। কোনো কোনো কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সবকটি কেন্দ্র ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন জোরপূর্বক দখলে নিয়ে ব্যালটে সীল মেরে ভোট প্রদান করছে। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ সময় বিএনপি সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ওসমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মিরজান শামীমও একই অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষনা দেন।

বিএনপির তিন প্রার্থী বলেন, এটি কোনো নির্বাচন নয়, প্রশাসন। দলীয় প্রার্থী ও প্রশাসন পরিকল্পিতভাবে একতরফা ভোটগ্রহণ করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.