১২তম অর্ধশত করলেন মুমিনুল হক

0

সিটিনিউজ ডেস্ক :  টেস্ট ক্যারিয়ারে ১২তম অর্ধশত করলেন মুমিনুল হক। ১১২ বলে ৯ বাউন্ডারিতে হাফ-সেঞ্চুরি করেন তিনি। বাংলাদেশের সংগ্রহ এখন ৪ উইকেটে ১৮৭ রান। মুমিনুল হকের সাথে ৯ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদ উল্লাহ।

ফলোঅন এড়াতে ভরসা ছিলেন অভিজ্ঞ তামিম ইকবাল। দেখেশুনে ব্যাটও চালাচ্ছিলেন। তাতে আশার আলো দেখছিল ভক্ত-সমর্থকরা। তবে বেশিক্ষণ তা স্থায়ী হলো না। ৪১ রানে আন্দিল ফেলুকাওয়ের বলে উইকেটরক্ষক ডি ককের তালুবন্দি হলেন তিনি। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান।

ক্রিজে এসেছেন অভিজ্ঞ মাহমুদ উল্লাহ রিয়াদ। জুটি বেঁধেছেন মুমিনুল হকের সাথে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। বাউন্ডারি হাঁকিয়ে দিনের শুরু করেছেন তামিম ইকবাল। কাল ছক্কা হাঁকিয়ে তৃতীয় দিনের সমাপ্তি টেনেছিলেন তিনি। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। গতকাল ৩ উইকেটে ১২৭ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

এদিকে কোনো সুযোগ হাতছাড়া করছে না দক্ষিণ আফ্রিকা। প্রথম, টস হেরেও ব্যাটিং করার সুযোগটি খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। আর দ্বিতীয় সুযোগটি ছিল, ফিল্ডিংয়ে তামিমের অনুপস্থিতি কাজে লাগানো। সেটাও তারা সুকৌশলে নিয়ে নিয়েছে, ঝোপ বুঝে কোপ মেরেছে প্রোটিয়ারা।

হুট করেই প্রথম ইনিংস ঘোষণা করায় শুরুতে ব্যাট হাতে নামতে পারেননি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৪৯ মিনিট মাঠের বাইরে থাকায় পরে মাঠে নামতে হয় তাকে।

নিয়ম অনুযায়ী, ইনিংসের শেষ যতটুক সময় ফিল্ডার মাঠের বাইরে থাকবেন, দল ব্যাটিংয়ে নামার পর ততক্ষণ ব্যাট হাতে ক্রিজে নামতে পারবেন না তিনি। আর এই সুযোগটিই কাজে লাগিয়েছেন প্রতিপক্ষের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। তবে বাংলাদেশ ৩ উইকেট হারানোর পর ক্রিজে নামেন তামিম।

শুরুটা সাবধানে করেন তিনি। আর শেষটা করেন ছক্কা হাঁকিয়ে। সেটা কিসের ইঙ্গিত ছিল আজ মাঠে নামার পরই বোঝা যাবে। এখনো দক্ষিণ আফ্রিকা থেকে ৩৬৯ রান পিছিয়ে আছে বাংলাদেশ। এখন ফলোঅন এড়াতে একমাত্র ভরসা তামিমই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.