বুড়িগঙ্গার নয়া গাঁওতে কবি নির্মলেন্দু গুণের নতুন বাড়ি

0

সিটিনিউজবিডি  :    বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচরের নয়া গাঁও এলাকায় পৌনে এক কাঠা জমির উপর নতুন বাড়ি নির্মাণ করছেন কবি নির্মলেন্দু গুণ। ইতোমধ্যে বাড়ির প্রথম পিলারটির ঢালাইয়ের কাজও শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে সিমেন্ট, বালু ও সুরকির মিকশ্চার পিলারের জন্য খোদিত গর্তে ঢেলে দিয়ে বাড়ির নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।

নতুন বাড়ি নির্মাণের কথা জানিয়ে মঙ্গলবার কবি তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। কবি লেখেন ‘বৃদ্ধ বয়সে অামার একটা বাড়ি বানাবার শখ হয়েছে। কামরাঙ্গীরচরের নয়া গাঁও-এ পৌনে এক কাঠা ( ৫৪০ বর্গফুট) জমি কিনেছি। জায়গাটা অামার খুব পছন্দ। বুড়িগঙ্গার তীরে। বাড়ির কাছেই একটা নির্জন কবরস্থান এবং কবরের ওপর ছায়াদানকারী একটা অাকাশউঁচু কৃষ্ণচূড়া গাছ অাছে। এত বড় কৃষ্ণচূড়া খুব সহজলভ্য নয়। এটি অামার খুব পছন্দের ফুল।’

কবি আরো লেখেন, ‘নামজারি ও রেজিস্ট্রেশনসহ জমিটার দাম পড়েছে ১৫ লাখ ২৫ হাজার টাকা। অাপাতত এক তলা হবে, পরে সম্ভব হলে অারও উপরে ওঠার গোপন বাসনা অাছে। দেখা যাক কী হয়। অাপনাদের শুভেচ্ছা প্রত্যাশা করছি। অাশা করছি এক মাসের মধ্যে বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন হবে। বাড়িটার নাম কাশবন বা বুড়িগঙ্গা রাখার কথা ভাবছি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.