যথাসময়েই সহায়ক সরকারের রূপরেখাঃ মীর্জা ফখরুল

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সহায়ক সরকারের রূপরেখা যথাসময়ে জাতির সামনে উপস্থাপন করা হবে।

আজ শনিবার(২০ জানুয়ারী) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই বিএনপি সহায়ক সরকারের কথা বলে আসছে। উপযুক্ত এবং যথাসময়ে এই সরকারের রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি অভিযোগ করেন,  শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু হলে তাদের ভরাডুবি হবে। আর এটা জেনেই আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইছে।

বিএনপি মহাসচিব হুমকি দিয়ে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মত ঘটনা দেশে আর ঘটতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার নির্বাচন প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার আদালতের মাধ্যমে হেনস্তা করছে। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমে দিতে প্রস্তুত রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.