গয়েশ্বর আর মিন্টুকে ভারত যেতে বাধা

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ভারত যেতে দেওয়া হয়নি।

আজ শনিবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে রাজধানীর শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন উপরের ক্লিয়ারেন্স নাই বলে তাদের আটকে দেওয়া হয়।

এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম। সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ অভিযোগ করেন, ভারতের কলকাতায় যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে পৌঁছান। সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রেখে শেষ মুহূর্তে “ক্লিয়ারেন্স নেই” বলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে জানিয়ে দেন। তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুরও ভারত যাওয়ার কথা ছিল।

আব্দুস সালাম আজাদ বলেন, মিন্টু ভারত থেকে শ্রীলঙ্কায় একটি সেমিনারে যোগ দেওয়ার কথা ছিল। মিন্টুও ওই ফ্লাইটে যেতে পারেননি। জানা গেছে, মিন্টু রাতের পরবর্তী কোনো ফ্লাইটে ভারত যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, এর আগে কোনো সময়ই আমাকে ক্লিয়ারেন্স দেওয়া নিয়ে এ রকম হয়নি। শনিবার একই ফ্লাইটে আমার ও গয়েশ্বর চন্দ্র রায়ের ভারতে যাওয়ার কথা ছিল। গয়েশ্বর চন্দ্রের কলকাতা আর আমার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। বিমানবন্দর যাওয়ার পর দুজনের একজনকেও ক্লিয়ারেন্স দেয়নি, ফ্লাইট চলে গেছে।

আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, আমি আবার রাত সাড়ে ১১টার সময় ফ্লাইট বুক করেছি। আমি ব্যবসায়িক কাজে সেখানে যাব। হায়দ্রাবাদ থেকে একটি সেমিনারে যোগ দিতে আমার শ্রীলংকায় যাওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.