অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের ঈদ পোষাক দিলেন রংধনু ফাউন্ডেশন

0

 সিটি নিউজঃ রংধনূু ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের বৃত্তির আওয়াতাধীন অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের ঈদের নতুন কাপড় উপহার হিসেবে কিনে দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৩ মে) রংধনূু ফাউন্ডেশনের  ইভেন্ট ” ঈদের খুশি” এর ষষ্ঠ পর্ব চট্টগ্রামের আগ্রাবাদের লাকী প্লাজায় উদ্বোধন করা হয়েছে।

উদ্ভোধনী দিনে রংধনু ফাউন্ডেশনের বৃত্তির আওয়াতাধীন অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের ঈদের নতুন কাপড় উপহার হিসেবে কিনে দেওয়া হয়েছে।

উদ্ভোধনী দিনে উপস্থিত ছিলেন রংধনু ফাউন্ডেশনের ফাউন্ডার ফ্রাহিম তাজ, সাঈদ ইমরান, ফাউন্ডিং মেম্বার তানিয়া সুলতানা, এস এম সম্রাট, সিনিয়র মেম্বার মাহমুদুল হাসান, মাহমুদুর রহমান তুহিন প্রমুখ।

এর মধ্যে রংধনু ফাউন্ডেশনের ফাউন্ডিং মেম্বার এস এম সম্রাট বলেছেন, আজ আমাদের স্কলারশীপপ্রাপ্ত শিক্ষার্থীদের ঈদের নতুন কাপড় প্রদানের মাধ্যমে ‘ঈদের খুশি’ ইভেন্টের কার্যক্রম শুরু হলো। এই কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.