ওয়েলিংটন দ্বিতীয় টেস্টে টাইগার একাদশে পরিবর্তন

0

সিটি নিউজ ডেস্ক : প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে কাল ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে নামছে টিম বাংলাদেশ। সেডন পার্কের টেস্টে কিউই পেসারদের সামনে এক তামিম ছাড়া কেউ দাঁড়াতেই পারেনি। তাই দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটিংয়ের মত বোলিংও যাচ্ছেতাই হচ্ছে বাংলাদেশের। স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে আবু জায়েদ-মিরাজদের পিটিয়ে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছিল। তবে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সতীর্থদের জ্বলে ওঠার আশা করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ বলেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসটা সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটিং করেন বা বোলিং এটা আপনাকে ভালো একটা বিল্ডআপ দেয়। সেদিক থেকে প্রথম ইনিংস আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আমরাও চাই প্রথম ইনিংসে যদি ব্যাটিং করি, তবে একটা ভালো পার্টনারশিপ, ভালো শুরু এবং ভালো একটা টোটাল যেন করতে পারি। আর বোলিং করলে যেন দ্রুত কিছু উইকেট নিতে পার। প্রতিপক্ষের শিবিরে কিছুটা চাপ তৈরি করতে পারি।
এদিকে আগেই জানিয়ে দেওয়া কোচ স্টিভ রোডসের সুরে তাল মিলিয়ে মাহমুদউল্লাহও জানান, দ্বিতীয় টেস্টে হয়তো মুশফিকুর রহিমের খেলা হচ্ছে। তবে তাকে তৃতীয় টেস্টে অবশ্যই পাওয়া যাবে। আর চোট থাকলেও ওয়েলিংটনে খেলবেন তামিম ইকবাল। এছাড়া দ্বিতীয় টেস্টের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.