চিকিৎসা শেষে দেশে ফিরলেন স্পিকার

ঢাকা : সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (১০ জুন) রাতে স্পিকার ঢাকায় ফেরেন বলে শনিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

গত ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান শিরীন শারমিন। সেখানে এসইউএইচ’র কেন্ট রিজ উইং এ ভর্তি হন তিনি। গত ২৮ মে উচ্চরক্তচাপজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধান হুইপ আ স ম ফিরোজ জানিয়েছিলেন, উচ্চরক্তচাপ ছাড়াও তার শরীরে কিছু ‘ভাইরাল সংক্রমণ’ হয়েছে।
২ জুন অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের সময় সংসদে সভাপতিত্ব করেন শিরীন শারমিন। ওই দিনই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

শুক্রবার ফেরার সময় বিমানবন্দরে স্পিকারকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংসদের প্রধান হুইপ ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মাহজাবিন খালেদ, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবদুর রব হাওলাদার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.