দলের জন্য আবদুল জব্বারের অবদান ভোলার নয়ঃ মোছলেম 

0

সিটি নিউজঃ  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বাঙ্গালি জাতীয়তাবাদী আন্দোলন সংগঠিত করা, আওয়ামী লীগ গড়ে তোলা ও মুক্তিযুদ্ধ সংগঠিত করতে তৃণমূল পর্যায়ে মরহুম আবদুল জব্বারের অবদান ভোলার নয়।

কঠিন সময়ে অর্থ, সময় ও সাহস নিয়ে এগিয়ে আসার নেতার অভাব ছিল। সেই অভাব আবদুল জব্বার পূরণ করে দল ও দেশের জন্য নিজকে উৎস্বর্গ করেছিলেন বলে তাঁকে আমাদের শ্রদ্ধার আসনে বসাতে হবে। তাঁর মর্যাদা সমুন্নত রাখতে দলের অনুসারী ও পরিবার স্বজনদের সচেতন থাকতে হবে। তিনি ৬ মে সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বোয়ালখালী থানা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, বি এল এফ কমান্ডার আ হ ম নাছির উদ্দিন চৌধুরী,

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শফিউল আলম সওদাগর, রেজাউল করিম বাবুল,

চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান সামশুল আলম, মরহুম আবদুল জব্বারের সন্তান মো: শহিদুল্লাহ, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবদুল মান্নান রানা, বোয়ালখালী শ্রমিক লীগ সভাপতি সাইদুর রহমান খোকা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, বোয়ালখালী কৃষকলীগ সভাপতি শফিকুল আলম, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক সাইদুল আলম, মোয়াজ্জেম হোসেন বাদল,

দিদারুল আলম, আবু কাউসার, অধ্যাপক আবু নঈম, শফিউল আজম শেফু, জনার্ধণ চৌধুরী রঘু, জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন, আবদুল হালিম মন্টু, আনিসুর রহমান বাবর, মো: আজম, শাহাজাদা মিজানুর রহমান, সায়েম কবির, মো: মহিউদ্দিন, কাজী রাসেল, মহিলা আওয়ামী লীগ নেত্রী নন্দিতা বসু, কাউন্সিলর রেহেনা আক্তার পারভীন, সরোয়ার আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল, দক্ষিণ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক কাজী ওয়াশিম, প্রচার সম্পাদক আবু বকর জীবন, এস এম কাজেম, গিয়াস উদ্দিন সুমন, জাহাঙ্গীর রেজা প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.