বিজয় দিবসে চট্টগ্রাম নগর যুবলীগের শ্রদ্ধা

0

সিটি নিউজ :  ৪৮তম বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। এসময় শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুষ্পার্ঘ অর্পণের পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসর বিএনপি গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যুবলীগের প্রতিটি নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বাংলাদেশ নামক দেশটির জন্ম দিয়েছেন জাতির পিতার সেই স্বপ্ন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও উন্নত অর্থ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা অসম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়লেই সকল শহীদদের আত্মা শান্তি পাবে।

চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণের পূর্বে দারুল ফজল মার্কেট কার্যালয় প্রাঙ্গণ হতে মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে উপস্থিত হন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো: মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহাবুবুল হক সুমন, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন, আনজুমান আরা আনজু, মাহাবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহমদ, আবু সাঈদ জন, রনজিত দে, নুরুল আনোয়ার, আবদুল আউয়াল, মঈনুল ইসলাম রাজু, আবু বক্কর চৌধুরী, শেখ নাছির আহমেদ, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, আলমগীর আলম, শাহেদুল ইসলাম শাহেদ, কাজল প্রিয় বড়ুয়া, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ারদী, ওয়ার্ড যুবলীগের সাজু বিশ্বাস, ফসিউল আলম সমীর, মো: জামাল, আশফাকুল গণি, মো: মহসীন, সৈয়দ আহমদ, গোলাম মোস্তফা মোস্তাক, সৈয়দ রবি, জাহিদুল ইসলাম রাইসুল, আবদুল মান্নান, ইয়াছিন ভূঁইয়া, আবু জাহেদ মনি, মো: জামাল, আবু তৈয়ব রুবেল, কামরুল ইসলাম, বাবলু ও রুবেল প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.