রাঙ্গুনিয়ায় বিএনপি কর্মী ৪ জন গুলিবিদ্ধ

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি :  চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারুয়ার কাটাখালী গ্রামে কয়েকদিন ধরে ছাত্রদল নেতা সোহেলের নেতৃত্বে বিএনপি কর্মীরা এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা তাদের শক্তি প্রদর্শন করতে অবস্থান নেয় মুখোমুখি ।
স্থানীয় সুত্রেরাঙ্গুনিয়ায়  বিএনপি কর্মী  ৪ জন গুলিবিদ্ধ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়  পারুয়ার কাটাখালী গ্রামে কয়েকদিন ধরে ছাত্রদল নেতা সোহেলের নেতৃত্বে বিএনপি কর্মীরা এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা তাদের শক্তি প্রদর্শন করতে অবস্থান নেয় মুখোমুখি ।
স্থানীয় সুত্রে   শনিবার বিকেলে উভয় পক্ষের কর্মীদের মুখোমুখি অবস্থানে দুই পক্ষই সংর্ঘষে জড়িয়ে পড়ে। পরে তাদের মধ্যে গুলি বিনিময় হয়।দু’পক্ষের সংঘর্ষে ৪জন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার পারুয়া ইউনিয়নের কাটাখালী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গুলিবিনিময়কালে বিএনপি কর্মী সোহেল (৪০), মো. সোলায়মান (৪৬) ও পথচারী আবদুর রহমান (৪৫), বাদশা আলম গুলিবিদ্ধ হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনার বিষয়টি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.