রাঙ্গুনিয়ায় বিক্ষোভ সমাবেশ আসলাম চৌধুরী’র মুক্তির দাবিতে

0

রাঙ্গুনিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গুনিয়া উপজেলা, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের যৌথ উদ্যেগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী এফসিএ’র নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো: ফজলুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব আলম, নাছিম সিকদার, মোঃ জামাল উদ্দীন, মোঃবেলাল, মোঃ ছৈয়দ নবী, বাবুল আলম, শাহজাহান সিকদার, মোঃ এরফান, মোঃ ফোরকান, মোঃ মুসলিম, মোঃ কাদের, মোঃ আবদুল্লাহ, মোজাফ্ফর চৌধুরী, জোবাইদুল ইসলাম রনি, রবি চৌধুরী, ইমন খান, মোঃ আকাশ, মোঃ মাসুদুল আলম, ডালিম প্রমূখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক কুতুব উদ্দিন বাহার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার এবং জনপ্রিয় নেতা। তাকেও মিথ্যা মামলা ও সাজা দিয়ে বাংলাদেশে আসার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। তাঁর ধারাবাহিকতায় বিএনপির জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, জনগণের পক্ষে কথা বলছে বিধায় তাদেরকে নির্বাচনের পূর্বে মিথ্যা মামলা দিয়ে এবং বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। বর্তমান সরকার যেনতেনভাবে আগামী নির্বাচনে আবারও ভোটার বিহীন নির্বাচন করার ছক আঁকছে। তাই জাতীয় নেতৃবৃন্দকে আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ প্রতিহত করবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.