রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে শহীদমিনার উদ্বোধন, নতুন একাডেমিক ভবন ও স্বনির্ভর রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন স্কুলের পুরস্কার বিতরণী সভা গতকাল ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের মিলনায়তনে ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বনমন্ত্রী, সংসদ সদস্য ড.হাছান মাহমুদ।

শিক্ষক আনন্দ বড়ুয়া ও তৈয়ব সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.নুর উল্লা, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বানীতোষ সাহা ভাস্কর, সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আলম, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন শামু, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম, হাসিনা জামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ পারমিতা বড়ুয়া, মজুমদারখীল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অভিজিত দে, সদস্য বাদশা আলম, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত বড়ুয়া, ইন্দ্রকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চৌধুরী প্রমুখ, স্বনির্ভর রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা মনিরা বেগম।

পরে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.