সূর্য সেনের আবক্ষমূর্তিতে ফজলে করিমের শ্রদ্ধা

0

নেজাম উদ্দিন রানা, রাউজানঃ ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৮৬ তম ফাঁসি দিবসে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

আজ শনিবার (১২ জানুয়ারী) ফাঁসী দিবসে স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে মাস্টারদা সূর্যসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি, পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাস্টারদা সূর্য সেনের ৮৬ তম ফাঁসি দিবসে আবক্ষমূর্তিতে ফুল দিয়ে আরো শ্রদ্ধা নিবেদন করেন রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান সরকারি কলেজসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান। এছাড়া ৮৬ তম ফাঁসি দিবস উপলক্ষে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সূর্যসেন পল্লীতে সূর্যসেনের বাস্তভিটায় শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন করার পর বক্তব্য প্রদানকালে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বাস্তবায়নাধীন চট্টগ্রাম-কাপ্তাই রেললাইনের নোয়াপাড়া স্টেশন সূর্যসেনের নামে নামকরণের ঘোষণা দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.