আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করুন : ফখরুল

সিটিনিউজ ডেস্ক:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্লামেন্ট ভেঙে দিন, এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। তাহলেই এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে। শনিবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় যুব সংহতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন তখনই হবে, যখন এদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। নির্বাচন তখনই হবে, যখন দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হয়ে আসবেন। নির্বাচন তখনই হবে, যখন একটা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হবে। আমাকে আপনি (প্রধানমন্ত্রী) কোনও কিছুই করতে দেবেন না। হাত-পা বেঁধে বলবেন, ‘সাঁতার দাও’, সেটা তো হবে না। সুতরাং শুভ বুদ্ধির উদয় হোক আপনাদের। আপনারা অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিন, যেন তার সুচিকিৎসার ব্যবস্থা করা যায়। তিনি নিজে যেভাবে চাইবেন সেভাবে চিকিৎসা হবে। অন্যদিকে একটা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করুন।’
কোথাও এখন নিরাপত্তা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিদিন খবরের কাগজ খুললেই ধর্ষণ-হত্যা-খুন-জখম। সময় কোথায় পুলিশের? পুলিশ তো এখন ব্যস্ত আছে বিরোধী দলকে ঠেকাতে। তাদের সময় কোথায় এইসব অপরাধীদের ধরার? যাদের কারণে এসব অপরাধ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কয়েকদিন আগে রাজীব, বাসের রেষারেষিতে যার হাত চলে গেল। কী নির্মম! সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাহেব বলছেন, যারা বাস ড্রাইভার আর যারা আরোহী তাদের সমস্যার কারণে এরকম হচ্ছে। হাস্যকর ব্যাপার ছাড়া কী বলবো এটা?
তিনি বলেন, ‘আপনারা যেখানে পুরো সিস্টেমটা তৈরি কোর্টে পারছেন না, যেখানে আপনি আজকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সে জায়গায় আরোহীদের আপনি দোষ দিচ্ছেন। স্বাস্থ্য খাতসহ সব জায়গায় আজকে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর একটাই কারণ, তাহলো এই অবৈধ সরকার ক্ষমতা দখল করে বসে আছে।’
পররাষ্ট্রনীতি চরম ব্যর্থ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘ব্রিটেনের রানি এলিজাবেথের সঙ্গে করমর্দণ করছেন, আমরা দেখছি। কিন্তু তাতে কী লাভ হচ্ছে। মিয়ানমারের সঙ্গে এত সুসম্পর্ক, আজকে ১০ লাখের ওপর রোহিঙ্গা এসে আমাদের এখানে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত একজন মানুষকেও আপনারা ফেরত পাঠাতে পারেননি। ভারত এত বন্ধু যে তারা এখন সম্পর্কের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। সে ভারতের সঙ্গে এখন পর্যন্ত তিস্তা নদীর পানির কোনও সুরাহা হয়নি। এখনও সীমান্তে আমাদের লোকদের গুলি করে মেরে ফেলা হচ্ছে। অথচ তার কোনও সুরাহা এই সরকার করত%8

এ বিভাগের আরও খবর

Comments are closed.