মার্কিন তথ্য জরিপে বর্তমান সরকারের জনপ্রিয়তা বেড়েছে

0

সিটিনিউজবিডি  :     মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জুন মাসের তথ্য জরিপে বর্তমান মহাজোট সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে  । গত বৃহস্পতিবার এ জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দেখানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের প্রতি আস্থা তৈরি হওয়ায় দেশে বর্তমান সরকারের প্রতি জনসমর্থন বাড়ছে। একইসঙ্গে বেড়েছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা এবং সমর্থনও।

প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশ নেয়া ৬২ শতাংশ লোক মনে করেন, দেশ সঠিক পথে এগুচ্ছে; যা গত সেপ্টেম্বরের জরিপে ছিল ৫৬ শতাংশ। এছাড়া ৭২ শতাংশ লোক মনে করেন দেশের অর্থনৈতিক অবস্থা ইতিবাচক এবং ৬৮ শতাংশ মনে করেন দেশের নিরাপত্তা অবস্থা বেশ ভালো। আর ৬৪ শতাংশ লোক মনে করেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ইতিবাচক।
কারণ বিশ্লেষণ করতে গিয়ে জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চরম বিভেদ থাকলেও বিরোধী দলগুলোর দুর্বল অবস্থানের কারণে সরকারি দল আওয়ামী লীগের ওপর সাধারণ জনগণের আস্থা ও জনপ্রিয়তা বাড়ছে। তবে দল হিসেবে আওয়ামী লীগের তুলনায় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে আরেকটু বেশি। জরিপে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে সরকারি দল হসেবে আওয়ামী লীগ পেয়েছে ৬৬ শতাংশের সমর্থন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন রয়েছে অংশগ্রহণকারীদের ৬৭ শতাংশের সমর্থন।
সংস্থাটির জরিপ প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৪ এর জানুয়ারি মাসে নির্বাচনের পরে গত ১৮ মাসে সরকার তাদের পক্ষে সমর্থন আদায় করতে সমর্থ হয়েছে। জনমতের ফলাফলে দেখা গেছে, মতামত প্রদানকারীরা ভবিষ্যতের অর্থনীতির সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেছে। তারা ভবিষ্যৎ অর্থনীতির বিষয়ে আশাবাদী। তবে দুর্নীতিকেই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন অধিকাংশ মতামতদানকরী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.