লজ্জা-শরম থাকলে ফখরুলের পদত্যাগ তরা উচিৎ ছিলঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১০ বছরে যে মহাসচিব দশ মিনিটের একটা আন্দোলন দাঁড় করাতে পারেননি, যে মহাসচিব (মহাসচিবের দল) জাতীয় নির্বাচনে তিন শ আসনের মধ্যে দশটিরও কম আসন পায়, আন্দোলনে ক্ষমাহীন ব্যর্থতা, নির্বাচনে শোচনীয় পরাজয় তার নেতৃত্বে, লজ্জা-শরম থাকলে আপনার আরও আগে পদত্যাগ তরা উচিৎ ছিল।তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ‘বেপরোয়া চালক’ তার থেকে সবাইকে সাবধান থাকতে হবে ।

আজ বুধবার (১৬ জানুয়ারী) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কারচুপির জন্য মির্জা ফখরুল আমাকে ‘স্টেডিয়ামে গিয়ে’ মাফ চাইতে বললেন। মির্জা ফখরুল বেপরোয়া চালক, কখন যে কোন এক্সিডেন্ট ঘটায়। সবাইকে সাবধান থাকতে হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরির জন্য বিএনপি মহাসচিব মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে প্রকাশ্যে মাফ চাইতে বলেন।

জবাবে আজ কাদের বলেন, আমাকে ক্ষমা চাইতে বলেন? কোন দোষে? শেখ হাসিনার নেতৃত্বে স্বতঃফূর্ত গণজাগরণ ভালো লাগছে না? ভালো তো লাগবেই না। এই অভূতপূর্ব ফলাফল পঁচাত্তর পরবর্তীকালে বাংলাদেশে কেউ আর কখনও দেখেনি।

তিনি বলেন, জনগণের রায়ে এই অভূতপূর্ব ও বৈপ্লবিক ভূমিধস বিজয় শেখ হাসিনার নেতৃত্বে- এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে, তাদের জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লজ্জা-শরম নেই তো, পদত্যাগও করবে না। নির্বাচনে কারচুপি হয়েছে? মির্জা সাহেব আপনি যে জিতলেন, কারচুপি হলে সেখানে আপনি কেমন করে জিতলেন, এটার জবাব দিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.