জনকল্যাণে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের কার্যক্রম অনুকরণীয়

0

সিটি নিউজ,চট্টগ্রাম : বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের ৩৭তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার ৫ এপ্রিল সকালে মোমিন রোড প্রতিষ্ঠানের নিজস্ব মৈত্রীভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশ এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে; ২০৪১ সনে উন্নত দেশে উপনীত হবে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে; গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করছেন।

সমাজের গরীব জনগোষ্ঠীকে শিক্ষা, চিকিৎসা, বিবাহ, ত্রাণ প্রভৃতি ক্ষেত্রে সহায়তাদান এবং অসহায় মানুষের পাশে সাহস যোগানোর প্রত্যয়ে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন কার্যক্রম জনকল্যাণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বাধীন দেশে কেউ নিজেদেরকে দূর্বল ভাববেন না; ধর্ম যার যার রাষ্ট্র সবার। স্ব স্ব অবস্থান থেকে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন এই মানব কল্যাণমূলক কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানিয়ে তিনি বলেন, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমকে প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে হবে। উদ্বোধকের বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্র বলেন, এ প্রতিষ্ঠান আমাদের জীবনকে পূর্ণতা দিয়েছে।

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছে। উঠো জাগো জীবনের শ্রেয়কে বরণ কর এ বাণী নিজেদের জীবনে ধারণ করে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনকে গতিশীল রাখার জন্য কার্যকরী সংসদকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, এডভোকেট পূর্ণেন্দু বিকাশ চৌধুরী, দিলীপ কুমার মজুমদার; বর্তমান ভাইস-চেয়ারম্যান লায়ন কে. পি দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী।

মোমিন রোড মৈত্রী ভবন চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৩৭তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করা হয়। বাহিফা-র চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদার বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

অধ্যাপক সাচ্চিদানন্দ রায় চৌধুরী পবিত্র গীতা পাঠের মাধ্যমে সূচিত সাধারণ সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন সাংগঠনিক সচিব বিশ্বজিৎ পালিত ও বিগত ৩৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সহ-মহাসচিব অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ। বাংলাদেশ হিন্দু ফাউ-েশনের ৩৭তম বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব শ্যামল কুমার পালিত।

এছাড়া বার্ষিক আয়-ব্যয়’র প্রতিবেদন, শিক্ষা, বিবাহ, স্বাস্থ্য, ত্রাণ-পুনর্বাসন, চিকিৎসা ও ধর্ম-সংস্কৃতি সম্পর্কিত প্রতিবেদন উপাস্থাপন করেন- শিক্ষা সচিব অধ্যাপক হারাধন নাগ, অর্থসচিব আশুতোষ সরকার, বিবাহ সচিব অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী, ত্রান-পুনর্বাসন সচিব সুমন কান্তি দে, চিকিৎসা সচিব ডা: গৌতম চৌধুরী ও ধর্ম-সংস্কৃতি সচিব মতিলাল দেওয়ানজী, শ্রী তাপস কান্তি হোড়, শ্রী নিরুপম দাশগুপ্ত, প্রকৌশলী উদয় শেখর দত্ত, এডভোকেট পরিমল চন্দ্র বসাক, শ্রীমতি বাসনা দাশ, শ্রী অজিত কুমার আইচ, শ্রী বিকাশ মজুমদার, অনুপ রক্ষিত, হরিপদ চৌধুরী বাবুল।

উপাস্থাপিত প্রতিবেদনের উপর সদস্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, এডভোকেট সাধনময় ভট্টাচার্য, সুবিমল দাশ, সম্পদ বসাক এফসিএ, এডভোকেট তুষার সিংহ হাজারী, অধ্যক্ষ সাধন চন্দ্র পাল, লায়ন তপন দাশ, দেবব্রত দে, এডভোকেট রুবেল পাল, সজল কান্তি চৌধুরী, ডা: অনির্বাণ ঘোষ প্রমুখ। প্রয়াত স্বর্ণলতা দাশের নামে ১টি স্মৃতিবৃত্তি প্রদান করেন সুভাষ দাশ।

প্রয়াত সুবিমল আচার্য্য ও ছবি আচার্য্য-এর নামে ২টি স্মৃতিবৃত্তি প্রদান করেন রাজীব আচার্য্য, প্রয়াত রণজিৎ কুমার চৌধুরী এর নামে ১টি স্মৃতিবৃত্তি প্রদান করেন শিমলা বিশ্বাস, প্রয়াত অধ্যাপক রণজিৎ কুমার দত্ত নামে ১টি স্মৃতিবৃত্তি প্রদান করেন অধ্যাপিকা রচনা দত্ত, প্রয়াত নিত্যগোপাল সরকার নামে ১টি স্মৃতি অনুদান প্রদান করেন আশুতোষ সরকার, প্রয়াত পরেশ চন্দ্র দাশ ও মঞ্জুরানী দাশ নামে ১টি স্মৃতি অনুদান প্রদান করেন কালীপদ দাশ লুলু, প্রয়াত স্বর্গীয় গোপাল কৃষ্ণ চৌধুরী ও স্বর্গীয়া স্মৃতিশ্রী চৌধুরী নামে ১টি স্মৃতি অনুদান প্রদান করেন ডা: গৌতম চৌধুরী, প্রয়াত রণজিৎ কুমার চৌধুরী ও পারুল রানী চৌধুরী নামে স্মৃতি অনুদান প্রদান করেন অঞ্জলী চৌধুরী দাশ, প্রয়াত রণজিৎ কুমার চৌধুরী ও পারুল রানী চৌধুরী নামে ১টি স্মৃতি অনুদান প্রদান করেন উত্তম কুমার চৌধুরী। সভায় সর্বমোট ১০টি স্মৃতি অনুদান বাবদ ২,৫০,০০০ টাকা সংগৃহীত হয়। সভার শুরুতে প্রবীর পালের পরিচালনায় বেতার ও টেলিভিশন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.