সংসদ ভবনের আশপাশেও হাঁটবেন নাঃ গয়েশ্বর

0

সিটি নিউজ ডেস্কঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থীদের হুশিয়ার করে দিয়ে বলেছেন, আপনারা সংসদ ভবনের আশপাশ দিয়ে হাঁটবেন না। যদি হাঁটেন তাহলে দলীয় নেতাকর্মীরাই নয় দেশের জনগনও আপনাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, ৩শ আসনে কেউ জয়লাভ করে নাই, সুতরাং ৩শ আসনে কেউ পরাজিত-ও হয় নাই। কারণ জনগণ নির্বাচনে ভোট দেয় নাই। নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করে জনগণ। সুতরাং আমরা পরাজিত-ও হয়নি। যারা আছে তারা নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের মাধ্যমে ভোট চুরি করে আছে। এই চুরিকৃত ভোটের ফলাফল জনগণ মানতে পারে না।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, তারা সংসদে যাওয়া তো দূরের কথা; তার আশেপাশেও হাঁটবে না। এমনটা করলে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। দলীয় নেতা-কর্মীদের কথা বাদই দিলাম।’

আজ রবিবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আর তো এ কারণেই বলছি নেত্রী জেলে থাকবে আর আমরা সংসদে গিয়ে মজা নেব, আর শেখ হাসিনাকে সন্তুষ্ট করবো এমন ব্যক্তি বিএনপিতে আছে কিনা আমার জানা নেই। যদি থাকে যথাসময়ে যথাযথ উত্তর তাদের জন্য অপেক্ষা করছে।’

গয়েশ্বর আরও বলেন, ‘আজকের আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির আন্দোলন না, বাংলাদেশের প্রতিটি মানুষের মুক্তির জন্য আন্দোলন। গণতন্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে এই সরকার হটানো সম্ভব এবং গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।’

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.