আল-আকসা মসজিদের ঈদ জামাতে ইসরায়েলি হামলা

0

আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেমের মসজিদ আল আকসায় হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ বাহিনী। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঈদের দিনে নামাজরত মুসল্লিদের ওপর চালানো এই হামলায় ডজন খানেক মানুষ আহত হয়েছেন। মসজিদটি ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান।

ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি জানায়, আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশ অতর্কিতে হামলা চালায়। মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অনেক মুসল্লি আহত হন। তবে আহতের সংখ্যাটা তারা নিশ্চিত করেনি।

তুরস্ক ভিত্তিক হুরিয়াত ডেইলি জানায়, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জানায়, ইসরায়েলের পক্ষ থেকে সেখানে তাদের কথিত পবিত্র স্থান ধ্বংস করার বার্ষিকী পালনের কথা বলা হয়। তাই ঈদ জামাত এক ঘণ্টা এগিয়ে আনা হয়। তবুও হামলাটি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর- এএফপি, হুরিয়াত ডেইলি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.