“যুবসমাজকে দেশ গড়ার মানসিকতায় উদ্ভুদ্ধ হতে হবে”

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  শেখ ফজলুল হক মনি‘র জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় আলোকপাত করতে গিয়ে বক্তাগণ বলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন উপমহাদেশের এক তেজ্বসী সংগঠক। মহান মুক্তিযুদ্ধের গেরিলা সংগঠন মুজিব বাহিনী গঠন করে স্বাধীনতা যুদ্ধে দেশমাতৃকার চরম দু:সময়ে তিনি যুবকদের মাঝে আলোকবর্তিকার ভুমিকায় অবতীর্ণ হন। দেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে পুর্ণগঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুবলীগ গঠন করে ভ্যানগার্ডের ভুমিকা পালন করেন। যুবক নামধারী কিছু চরিত্রহীন মানুষ বিত্তশালী হতে যেনতেন কাজ করেন। তারা মাদকব্যবসা, জুয়া, জমি দখল, খুন খারাবি সহ নানা অবৈধ পন্থা অবলম্বন করে। এরা দেশ ও জাতীর শত্রু।

শেখ ফজলুল হক মনির আদর্শ অনুসরণ করে যুবসমাজকে দেশ গড়ার মানসিকতায় উদ্ভুদ্ধ হতে হবে। তবেই শেখ হাসিনার পরিশ্রম স্বার্থক হবে। শেখ ফজলুল হক মনি স্কোয়াড চট্টগ্রাম এর উদ্যেগে বুধবার (৪ ডিসেম্বর) মিলাদ মাহফিল পরবর্তী আলোচনা সভা নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য ও সাবেক সহ-সভাপতি সুরত কুমার চৌধুরী। চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য নেছার আহম্মদ এর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হাজী মো. ইব্রাহিম, কাজল প্রিয় বড়ুয়া।

এতে বক্তব্য রাখেন আশরাফুল গণি, জহির উদ্দিন সুমন, রহিমদাদ খান বাদশা, ওমরগণি মানিক, মুজিবের রহমান মুজিব, মো. বখতেয়ার, রাশেদ চৌধুরী, আমিনুল ইসলাম আজাদ, মো. দেলোয়ার, আনিসুর রহমান, এস.এম আব্বাস উদ্দিন, আবু বক্কর ছিদ্দিকী পলাশ, ইয়াসিন ভূইয়া, মাসুদ ফরহাদ, মো. আলী হাসান, মোহাম্মদ সালমান, রাজীব সাহা, খুরশেদ আলম, মো. মোস্তফা, খোকন সরকার, সাইদুল ইসলাম মারুফ, মনিরুজ্জামান সুজন, এম. এ ফয়সাল, সালামত উল্লাহ মানিক, রাশেদুল কাদের মাহিন, বন্ধন সেন, মো. রাসেল হোসেন প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য, শেখ ফজলুল হক মনি, আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামানায় মুনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা নুরুল ইসলাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.