সেফ হোটেল এলায়েন্সের সর্বোচ্চ সম্মাননা পেলো রেডিসন ব্লু 

0

সিটি নিউজঃ রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা বিশিষ্ট আন্তর্জাতিকমানের অভিজাত হোটেলটি ভূষিত হল সেফ হোটেল এলায়েন্স এর সর্বোচ্চ সম্মানে, এক্সেকিউটিভ সারটিফিকেশান।

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ সুপরিচিত এ রঅভিজাত ও গুণগত গ্রাহকসেবা প্রদানেরজ ন্যে।নান্দনিক স্থাপত্যশৈলী, পর্যাপ্তনিরাপত্তা ব্যবস্থা, দেশ-বিদেশের বাহারি পদের সুস্বাদু খাবার, অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও বিশ্বমানের সেবার কারণে রেডিসন ব্লু চিটাগং বে ভিউ ইতোমধ্যে আস্থা অর্জন করেছে সবার। বিভিন্ন শ্রেণি ও পেশায় কর্মরত ব্যক্তিদের পাশাপাশি রেডিসন ব্লু চিটাগং বে ভিউ ইতোমধ্যে আস্থা অর্জন করেছে দেশি এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজকরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও।

প্রতিষ্ঠার মাত্র তিন বছরেই রেডিসনের সেবা নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, ভারতের সাবেক রাষ্ট্রপতিপ্র ণবমূখার্জি, জাপানের রাষ্ট্রদূত হিরোইয়া সুই জুমি, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগ্নাটভ, থাইল্যান্ডের রাষ্ট্র দূত প্যান পিমন সুয়ান্নাপঙ্গে, ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি ইউনথার, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট, কেনিয়ার হাইকমিশনার ফ্লোরেন্স আইমি সাওয়েচে, ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক, সম্প্রতি বাংলাদেশ সফরে আসা শ্রীলংকা ক্রিকেটদলসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রিকেটদল।সুবিশাল দৃষ্টি নন্দন দুইটি পিলারলেস হলরুম, চারটি আন্তর্জাতিকমানের রেস্টুরেন্ট, ১৫টি মিটিং ও কনফারেন্সরুম, ৩টি বার, সুইমিংপুল, স্পাসেন্টার, জিমনেশিয়াম, বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুট, রয়্যালস্যুট, জুনিয়র স্যুটসহ বিজনেস ক্লাসরুম এবং স্যুপেরিয়র রুমের কারণে বড় পরিসরে যে কোনো ব্যবসায়িক, সামাজিক কিংবা সাংস্কৃতিক আয়োজনে রেডিসন ছিল বরাবরই সবার পছন্দের শীর্ষে।

প্রতিষ্ঠানটির নিবেদিত প্রাণ কর্মকর্তা-কর্মচারীদের চেষ্টায় দেশের বৃহত্তম শিল্প গ্রুপ এসআলম, ইউরো স্টার, বেঙ্গলশিপিং লাইনসহ একাধিক বনেদি পরিবারের সদস্যদের বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়ে উঠেবর্ণিল।অন্যদিকে, চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে হোটেলটির অবস্থান হওয়ায় যোগাযোগ ব্যবস্থার সুবিধাসহ নানা কারণে একাধিক টেলিকম কোম্পানি, আবাসন শিল্প প্রতিষ্ঠানসহ শীর্ষ স্থানীয় করপোরেট হাউসগুলো তাদের বিভিন্নমেলা, অনুষ্ঠান আয়োজনেও আস্থা রেখেছে রেডিসনে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.