চসিক নির্বাচনে ৬ মেয়র, ২১৭ কাউন্সিলর : প্রত্যাহার ৫৩ প্রার্থী

0

গোলাম সরওয়ার,সিটি নিউজ : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সর্বমোট ১ মেয়র প্রার্থীসহ মনোনয়ন প্রত্যাহার করেছেন ৫৩ জন প্রার্থী। শনিবার ৪ জনের সাথে রোববার (৮ মার্চ) শেষ দিনে আরো ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন রিটার্নিং অফিসারের কাছে।

বিকেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫৩ জন প্রার্থী প্রত্যাহার করেছেন। এর মধ্যে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেন।

তিনি আরও বলেন, আগামীকাল জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

তফসিল অনুযায়ী, চসিক নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার সময় শেষ হয় গত ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই বাছাই করা হয় ১ মার্চ। আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, দলীয় প্রতীক নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে টিকে থাকা মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহিদ মুরাদ।

সংরক্ষিত কাউন্সিলর পদে মাত্র দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে শেষ পর্যন্ত নির্বাচনে টিকে থাকলেন ৫৬ জন নারী প্রার্থী। আর সাধারণ কাউন্সিলরে ৫০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ৪১টি ওয়ার্ডে ১৬১ জন প্রার্থী নির্বাচনের মাঠে দিকে থাকলেন।

মনোনয়ন জমা দেওয়া ২৮৭ জন প্রার্থীর মধ্যে ২২৩ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবেন। যদিও গত ২০১৫ সালে মেয়র পদে ১২ জনসহ ২৯১ জন ভোটের লড়াইয়ে প্রার্থী ছিলেন।

চসিকের ১৮ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী মো. আজিজুল হক মাসুম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মোহাম্মদ হারুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে আজিজুল হক মাসুমের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি মহানগর বিএনপি নেতাদের অগোচরেই হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.