মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে কাল সকাল ১১টায়

0

সিটি নিউজ ডেস্কঃ আগামীকাল রবিবার সকাল ১১ টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রণালয়।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফলের সারসংক্ষেপ ঘোষণার পর দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরার কথা ছিল। তবে শিক্ষামন্ত্রীর ব্রিফিং এক ঘণ্টা এগিয়ে সকাল ১১টা করা হয়েছে। এর ফলে এক ঘণ্টা আগে ফল পাবে শিক্ষার্থীরা। শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার শিক্ষার্থীদের স্কুলে স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। ফলে শিক্ষার্থীরা মুঠোফোনের ক্ষুদেবার্তা (প্রাক-নিবন্ধন করে) এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ফল জানতে পারবে।

শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ের পরপরই মুঠোফোনের ক্ষুদেবার্তায় শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.