সাদার্ন ইউনিভার্সিটিতে মুজিববর্ষের দেয়ালিকা প্রতিযোগিতা

0

সিটি নিউজঃ সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে বিজয়ের মাসে মুজিববর্ষের বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একটি দেয়ালিকা প্রতিযোগিতা সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান।  আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকতাসহ শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় নয়টি দলে মোট ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বিজয় সংকর বড়ুয়া।  দেয়লিকার বিষয়বস্তু ছিলো বাংলাদেশ ও স্বাধীনতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর জীবনী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ওমর সায়িফ ও তার দল এবং দ্বিতীয় স্থান লাভ করেন পল্লব দে ও তার দল।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. ইসরাত জাহান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.