মিরসরাইয়ে সড়কদুর্ঘটনা: নিহতদের পরিবারে শোকের মাতম

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের মিরসরাইয়ে চাল বোঝাই একটি ট্রাক উল্টে নিহত সাত জনের মধ্যে ছয় জনের বাড়িই নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। হতাহতের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ ছুটে আসছেন নিহতদের বাড়িতে। স্বজনদের আহাজারি আর আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

সরেজমিনে গিয়ে জানা গেছে, সোমবার ভোরে মিরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিলগ্রামের রিয়াজ মোল্লার ছেলে সাজেদুর রহমান (৩০), নূরুদ্দীনের ছেলে আলম হোসেন (২৮), জিয়ারুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫), কফিল উদ্দীনের ছেলে কালাম হোসেন (২৮), রোমেশের মেয়ের জামাই টিপু (৩২) ও জামগ্রাম গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনু (৩৫)।

গ্রামবাসীরা জানান, রবিবার বিকেলে একই এলাকার আট যুবক চাল বোঝাই একটি ট্রাকযোগে নওগাঁ থেকে চট্টগ্রামে রওনা দেন। তারা চট্টগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করতেন। ঈদের পর বাড়িতে এসে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় পড়েন তারা। এ সময় ওই ট্রাকে থাকা সাইফুল ইসলাম (২৮) ও শাহ আলম (২২) নামে আরও দুই যুবক আহত হয়েছেন।

আহত সাইফুল ইসলাম জেলার আত্রাই উপজেলার উত্তর বিলগ্রামের বাসিন্দা। শাহ আলম জামগ্রামের মুরশিদের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক বুলু বলেন, ‘এ ঘটনার খবর পর এলাকার আকাশ বাতাশ ভারি হয়ে উঠেছে। প্রতিটি বাড়িতে চলছে শোকের মাতম।’

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসউদ চৌধুরী জানান, ঘটনার পর খবর পেয়ে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই দুই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.