চন্দনাইশে ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

0

মো: দেলোয়ার হোসেন, চন্দনাইশঃ করোনা ভাইরাস মহামারি চরমকার ধারন করলেও থেমে নেই জীবনযাত্রা। এর মধ্যেই দেশে ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আইন অনুযায়ী চলতি মার্চ মাসের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে ইউপি নির্বাচন। আর শেষ করতে হবে জুনের আগেই।

বর্তমানে দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে কয়েক ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয় ঐ বছরের ৪ জুন মাসে। আইন অনুযায়ী কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এই হিসাব অনুযায়ী, চলতি বছর মার্চে যেসব ইউনিয়ন পরিষদের পাঁচ বছর মেয়াদ হবে, সে সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করতে হবে এ বছরের জুন মাসের মধ্যে।

চন্দনাইশের ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ২৮ মে। চলতি বছর মেয়াদ শেষ হওয়ায় আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিটি ইউনিয়নে ক্ষেত্র বিশেষে ১ ডজনেরও বেশি সম্ভাব্য প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছেন। অনেকেই পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়, লিখে রং-বেরঙের পোস্টার, ব্যানার, পেস্টুন দিতে দেখা যায়। এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) প্রার্থীরা। বসে নেই অন্যান্য দল বিএনপি, এলডিপি, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। নানা সমীকরণে ভোটের মাঠে প্রভাব-প্রতিপত্তি থাকে এমন ভোটার ও রাজনৈতিক শীর্ষ স্থানীয় নেতাদের বাড়িতে ধর্ণা দিতে দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের। তাদের তৎপরতা দেখলে মনে হবে, আর ক’দিন পরেই যেন ভোট। ইউপি নির্বাচনকে সামনে রেখে বাড়ি, পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান ও রাজনৈতিক কার্যালয়গুলো এখনই প্রায় সরগরম। এ ব্যাপারে সচেতন নাগরিকদের মধ্যে অনেকেই বলেছেন, দলীয় ভিত্তিতে এসব নির্বাচন করার কারণে এখানে মনোনয়ন বাণিজ্য হয়।

চন্দনাইশে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের মাঠে-ময়দানে প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে তাদের মধ্যে কাঞ্চনাবাদে উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল মালেক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক, নারী ও শিশু আদালতের বিশেষ পিপি এড. নজরুল ইসলাম সেন্টু, সাবেক চেয়ারম্যান আবদুর শুক্কুর, আ’লীগ নেতা এড. আবু সালেহ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক একরাম হোসেন, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মফিজুর রহমান, সাবেক মেম্বার নওশা মিয়া, বিএনপি সমর্থিত সাইফুল করিম।

বরকলে বর্তমান চেয়ারম্যান, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ফেরদৌসুল ইসলাম খাঁন, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী, আ’লীগ নেতা শওকত হোসেন ফিরোজ, আবদুর রহিম চৌধুরী, যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক মরিদুল আলম মুরাদ, বিএনপি’র সমর্থিত এড. আমিনুল হক চৌধুরী, উপজেলা এলডিপি’র সভাপতি, সাবেক চেয়ারম্যান মোতাহের মিয়া, সাবেক মেম্বার নাছির উদ্দিন।

বরমাতে আ’লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জায়নাল আবেদীন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্তী, ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহেদুল ইসলাম কাজেমী, উপজেলা আ’লীগ নেতা, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জাবেদ মো. গাউস মিল্টন, স্বেছাসেবকলীগ নেতা সরোয়ার কামাল, প্রবাসী খোরশেদুল আলম টিটু, বিএনপি সমর্থিত আ.ক.ম মোজাম্মেল হক, আবদুর রহিম, এলডিপি সমর্থিত মোসলেম খাঁন, গণতান্ত্রিক যুব দলের সভাপতি সাইফুল ইসলাম খাঁন।

সাতবাড়িয়াতে বর্তমান চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা, ইউনিয়ন আ’লীগের আহবায়ক অধ্যাপক আবদুল আলীম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, যুবলীগ নেতা নুরুল আবছার, বিএনপি সমর্থিত যুব দলের সাবেক সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, এলডিপি সমর্থিত মো. ইয়াকুব, গণতান্ত্রিক যুব দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বৈলতলীতে বর্তমান চেয়ারম্যান আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল, আ’লীগ নেতা, অতিরিক্ত জেলা পিপি এড. নাছির উদ্দিন, আ’লীগ নেতা কলিম উল্লাহ, সাবেক মেম্বার মো. সায়েম, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বাহাদুর, শ্রমিকলীগের সভাপতি মাহামদুল হক বাবুল, বিএনপি সমর্থিত উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম টুটুল, এলডিপি সমর্থিত মাহাবুবুল আলম।

হাসিমপুরে বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সুজন, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা চৌধুরী আমির মো.সাইফুদ্দীন, বিএনপি সমর্থিত দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মজিদ শাহ, ধোপাছড়িতে বর্তমান চেয়ারম্যান মোরশেদুল আলম, আ’লীগ নেতা যথাক্রমে সাবেক চেয়ারম্যান শাহজাদা মো. দেলোয়ার হোসেন, আবদুল আলীম, বিএনপি সমর্থিত জেএইচ সেলিম উদ্দিন, এলডিপি সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. ইউছুপ চৌধুরীসহ একাধিক প্রার্থী মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছে।

সিটি নিউজ/ এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.