মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় চুয়েট শিক্ষার্থীর দুইদিনের রিমান্ড মঞ্জুর

0

সিটি নিউজ: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী সৌরভ চৌধুরীকে (২৪) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ মো. হেলাল উদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ চৌধুরী নোয়াখালীর বেগমগঞ্জের গ্রামের প্রয়াত কিরিট কুমার রায় চৌধুরীর ছেলে। তিনি নগরের সদরঘাট থানার উত্তর নালাপাড়ায় বাস করেন।

আদালত সূত্র জানায়, গত ১৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেন সৌরভ চৌধুরী। গত ২০ মার্চ রাতে রাউজান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

ওই মামলায় ২১ মার্চ ভোর ৪টার দিকে নগরের উত্তর নালাপাড়া হাজী ইয়াকুব মঞ্জিলের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) মো. হুমায়ন কবির। তিনি জানান, আদালতে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.