কারামুক্তির ১৩ দিনের মাথায় ‘ট্রাকচাপায়’ মিনুর মৃত্যু

অন্যের সাজাভোগ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : সন্তানদের ভরণ-পোষণের ‘মিথ্যা আশ্বাসে’ অন্যের হয়ে তিন বছর কারাভোগ করে মুক্ত হওয়ার মাত্র তের দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মিনু আক্তার নামে এক নারী।ঘটনাটি বাংলাদেশে বেশ আলোচনার সৃষ্টি করেছিল।

চলতি বছরের ১৬ জুন আদালতের নির্দেশে তার মুক্তি হলে ২৮ জুন সড়ক দুর্ঘটনায় মারা যান মিনু।

বায়েজিদ পুলিশ জানান, চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে গত ২৮ জুন রাত সাড়ে ৩টার দিকে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যুর পর আঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করে। শনিবার পুলিশ নিশ্চিত হয়,নিহত ওই নারী ছিলেন মিনু আক্তার।

কিন্তু ঘটনাটি নিছকই সড়ক দুর্ঘটনা কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিহত নারীর পরিবারের সদস্য ও তার পক্ষের আইনজীবী।

আইনজীবী গোলাম মাওলা মুরাদ গণমাধ্যমকে বলেন, মাত্র ১৩ দিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এতো দিন তো ভালই ছিলেন। হঠাৎ এমন কী হলো যে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেলেন? মৃত্যুর কারণ জানতে তারা আদালতের দারস্থ হবেন।

উল্লেখ, ২০০৬ সালে চট্টগ্রামের রহমতগঞ্জে এক নারীকে হত্যার দায়ে ২০১৭ সালে কুলসুমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায়ের সময় তিনি ছিলেন পলাতক।পরে ২০১৮ সালের জুনে কুলসুমা আক্তার ‘সেজে’ মিনু আক্তার ‘স্বেচ্ছায়’ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

সিটি নিউজ / জি.এস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.