মানবাধিকার কর্মী আইনজীবী শাহ আলম ফারুকের ব্যারিষ্টার সনদ অর্জন

0

ডেস্ক নিউজ: বাংলাদেশের শীর্ষস্হানীয় মানবাধিকার ও আইনগত সহায়তা প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্র ( আসক) -এর সাবেক সিনিয়র তদন্ত কর্মকর্তা, লন্ডন ভিত্তিক অনলাইন মিডিয়া সোজা কথা’র সম্পাদক, বর্তমানে লন্ডন প্রবাসী মানবাধিকার কর্মী ও আইনজীবী শাহ আলম ফারুক বার এট ল ডিগ্রী অর্জন করেছেন। গতকাল লন্ডনের লিংকনস ইনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ইংল্যান্ড ও ওয়েলসে আইনী সেবা প্রদানের জন্য ব্যারিস্টার হিসেবে তালিকাভূক্তির সনদ প্রদান করা হয়। সনদ প্রাপ্তির পর সুরমা’র কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্যারিষ্টার শাহ আলম ফারুক বলেন- বাংলাদেশের আইনী কাঠামোতে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া একটা দুরুহ ব্যাপার বটে। আমার এ অর্জন যাতে সেই সাধারণ হতভাগ্য মানুষের কাজে লাগে তার জন্য আমি ভবিষ্যতে যথাসাধ্য সক্রিয় থাকবো।
উল্লেখ্য, জনাব আলম এর আগে ইউকে’র নর্থাম্বরিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মান, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইতিহাসে এমএ ডিগ্রী লাভ করেন। তিনি আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট মি: আল গোরে প্রতিষ্ঠিত ক্লাইমেট রিয়েলিটি নামের সংস্থার একজন ক্লাইমেট লিডার। তিনি ব্যক্তিগত জীবনে নোয়াখালী বারের প্রয়াত বিশিষ্ট আইনজীবী এডভোকেট মো: বাদশা আলমের দ্বিতীয় পুত্র এবং সুরমা সম্পাদক ও বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্টের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারী শামসুল ইসলাম লিটনের ভাই।
ব্যারিস্টার শাহ আলম ফারুক বর্তমানে সপরিবারে লন্ডনে বসবাস করছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.