ফেসবুকের সাথে বৈঠকে বসেছেন সরকারের ৩ মন্ত্রী

0

ঢাকা অফিস:  ফেসবুকের দুই কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেছেন সরকারের তিন মন্ত্রী।

রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠকে উপস্থিত রয়েছেন।

ফেসবুকের পক্ষে দক্ষিণ এশিয়াবিষয়ক পলিসি ম্যানেজার দিপালী লিবারেন এবং রাজনৈতিক ও আইন উপদেষ্টা বিক্রম লাংয়ে বেঠকে অংশ নিয়েছেন। এ ছাড়া বিটিআরসি, এনটিএমসিসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে ফেসবুকের সঙ্গে তথ্য আদান-প্রদান এবং আপত্তিকর পোস্ট সরিয়ে নেওয়া সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যক্তির সম্মানহানি ও নিরাপত্তা সংক্রান্ত নেতিবাচক প্রভাবের বিষয় তুলে ধরে আলোচনার আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

২৪ ঘণ্টার মধ্যেই এর জবাব দেয় ফেসবুক কর্তৃপক্ষ এবং এর দু’জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ঢাকায় এসে বৈঠক করবেন বলেও জানায়। জননিরাপত্তার স্বার্থে গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.