‘বিমানবাহিনীকে মনে রাখতে হবে আমরা বিজয়ী জাতি’

0

সিটিনিউজবিডি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিমানবাহিনীকে মনে রাখতে হবে, আমরা বিজয়ী জাতি। আমরা কারো কাছে হার মানি না। আমরা বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে চলব। আমরা সব সীমাবদ্ধতা অতিক্রম করে আমাদের উত্তরোত্তর সাফল্যের মাধ্যমে আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে সমৃদ্ধ জাতি হিসেব স্থান করে নেব।’

রোববার সকালে কুর্মিটোলা বিএএফ ঘাঁটিতে বিমানবাহিনীতে প্রশিক্ষণ যুদ্ধবিমান ও হেলিকপ্টার সংযোজন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন দেশের জন্য বিমানবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিশাল সামুদ্রিক এলাকায় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন এসব প্রশিক্ষণ যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিমানবাহিনীর অপারেশনাল ক্ষমতা আরো বাড়িয়ে দেবে। বিমানবাহিনীতে উন্নতমানের প্রশিক্ষনের ব্যবস্থা নেবে সরকার।’

তিনি বলেন, ‘বিগত সাড়ে সাত বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। মাথাপিছু আয় বেড়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে। বাংলাদেশ বিশ্বসভায় সুনামের সঙ্গে স্থান করে নিয়েছে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২১ নম্বর স্কোয়াড্রন লিডার উইং কমান্ডার হাসান আশরাফুজ্জামা‌নের হা‌তে ইয়াক-১৩০ এবং ১ নম্বর স্কোয়াড্রন লিডা‌র আব্বাস উদ্দিনের হা‌তে অগাস্টা এড‌ব্লিউ‌-১৩৯ এর অন্তর্ভু‌ক্তির আদেশ তু‌লে দেন। এ আদেশের মাধ্যমে বাংলা‌দেশ বিমানবা‌হিনী‌তে যুক্ত হল রা‌শিয়ার তৈরি কমব্যাট প্রশিক্ষণ বিমান ইয়াক-১৩০ এবং ইতা‌লির তৈরি অনুসন্ধান ও উদ্ধার হে‌লিকপ্টার অগাস্টা এড‌ব্লিউ-১৩৯।

পরে প্রধানমন্ত্রী প্যারেড প‌রিদর্শন ও অভিবাদন গ্রহণ ক‌রেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.