সোনারগাঁওয়ে ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ৪

0

সিটিনিউজবিডি :: নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জিআর ইনস্টিটিটিউট ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের সঙ্গে দলের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

আওয়ামী লীগের অ্যাডভোকেট এটি ফজলে রাব্বীর (নৌকা) সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র সাদেকুর রহমানের (জগ) সমর্থকদের এ সংঘর্ষে ওসিসহ আহত হয়েছেন ৪ জন। অন্য আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টায় এ সংঘর্ষের শুরু হয়। এ সময় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের আহত হন।

পরবর্তীতে এএসপি জাকারিয়ার নেতৃত্বে পুলিশ ও ৠাব পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ফের ভোটগ্রহণ শুরু হয়।এরপর দুপুর ২টার দিকে পুনরায় কেন্দ্র দখলের চেষ্টায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে আবার সংঘর্ষ বাধে।

র‍্যাব, পুলিশ ও বিজিবি যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ১৫ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ ও র‍্যাব। আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় কেন্দ্রের ভেতরে একটি ও কেন্দ্রের বাইরে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দু’গ্রুপের তিন শতাধিক সমর্থককে দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করতে দেখা যায়।

সোনারগাঁও পৌরসভায় চার মেয়র মেয়র প্রার্থীর অন্য দু’জন হলেন, বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ) ও জাহিদুল আজাদ নজরুল (নারিকেল গাছ)। নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.