পটিয়ায় মসজিদ থেকে ৯ শিবির নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম : পটিয়া উপজেলার হুলাইন মাঝের পাড়ার একটি মসজিদে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনা করার জন্য শিবির কর্মীরা ওই মসজিদে একত্রিত হয়েছিলো।

শুক্রবার সন্ধ্যায় বাবুলেন বাড়ীর পাঞ্জেগানা মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময়  তাদের কাছ থেকে ১ টি মোটর সাইকেল ও ৪ টি বাইসাইকেল ও বিপুল পরিমান বই জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. গিয়াস উদ্দিন (২৯), মো সাঈদ আলম (২১), মো. আব্দুল আজিজ (১৯), গাজী মো. হাসিফ (১৯), মো. রাজীব (১৯), মো. মাঈন উদ্দিন (২০), আরাফাত হোসেন (২০), মো. সাজ্জাদ হোসেন (১৯) এবং মো. কলিম উল্লাহ (১৯)।

পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হুলাইন মাঝের পাড়ার পাঞ্জেগানা মসজিদে শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়েছে। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরের বেশ কিছু নেতা-কর্মী পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় ৩টি নাশকতার মামলা রয়েছে।’

এসময় তাদের কাছ থেকে ১ টি মোটর সাইকেল ও ৪ টি বাইসাইকেল ও বিপুল পরিমান বিভিন্ন ধরনের বই পাওয়া গেছে। নাশক

এ বিভাগের আরও খবর

Comments are closed.