চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম: রাতের আঁধারে চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের পরীক্ষাগারে (ল্যাব) হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রলীগ।

শনিবার দুপুরে কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়ে চকবাজার গুলজার মোড়, চকবাজার থানা এলাকা প্রদক্ষিণ করে। এরপর কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য কামরুল হুদা পাভেল, মোস্তফা কামাল, কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, সোহেল রানা প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ৭ মার্চ রাতে ঐতিহ্যবাহী এ কলেজের রসায়ন বিভাগে শিবিরের যেসব নেতাকর্মী হামলা চালিয়েছে তাদের অনবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তারা বলেন, শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে একের পর এক এধরনের হামলা চালিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করবে। শীর্ষ যুদ্ধাপরাধীদের একের পর এক ফাঁসি হওয়ায় শিবির নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তারা সাধারণ ছাত্রদের সোনালি ভবিষ্যৎ নষ্ট করতে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করতে উঠে পড়ে লেগেছে।

শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যর্থ হলে আগামী দিনে কলেজ ক্যাম্পাসে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায়ভার প্রশাসনকে নিতে হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.