ডিশ ব্যবসায়ীকে গুলি, এএসআই শামীম ৫ দিনের রিমান্ডে

ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে ডিশ অপারেটর কর্মীকে গুলি করায় বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এএসআই শামীমের রিমান্ড চাইলে বিচারক কনক কুমার হুই পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার বিকেলে খিলগাঁও থানায় শামীম রেজার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন ব্যবসায়ী আল-আমিন। মামলা নম্বর ১৭।

শুক্রবার সকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বকেয়া বিল পরিশোধ নিয়ে বাকবিতণ্ডা থেকে আল আমিন (১৮) নামে এক ডিশ অপারেটর কর্মী (কালেক্টর ম্যান) গুলি করেন এএসআই শামীম। সে জন্য তাকে সাময়িক বরখাস্তও করা হয়।

এ ব্যাপারে বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, ‘এএসআই শামীম রেজা অন ডিউটিতে ছিল। সে তার বিটের ফরম সংগ্রহের কথা বলে কোনো এক ফাঁকে কাউকে কিছু না জানিয়ে তার নিজের বাসায় চলে যায়। এরপরই এই ঘটনা ঘটে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.