নলকূপের পানি নিয়ে সংঘর্ষ: আহত যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে আবাদি জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত আব্দুল কুদ্দুস (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আব্দুল কুদ্দুস রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিদ-দামিন গ্রামের মৃত বিশা সেখের ছেলে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস আহত আব্দুল কুদ্দুসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। সংঘর্ষের আশঙ্কায় বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন-দামিন গ্রামের আব্দুল কুদ্দুস ও হবিবর রহমানের সাথে নলকূপ দখল নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে বিএডিসি প্রকল্পের এস আর-১২৬ গভীর নলকূপের পানি দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে হবিবর রহমান (৫৫), কদম আলী (৫২), ইসমাইল হোসেন (৩২), জাহাঙ্গীর আলম (৩৫), আছিয়া খাতুন (৪৫), মজদার হোসেন (২৭), আব্দুর রশিদ (৪০), সাইদুল ইসলাম (৩০), আকতার হোসেন (৪৫), রুবেল হোসেনসহ (৩৫) উভয় পক্ষের ১১জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত আব্দুল কুদ্দুস আজ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.