বরিশালে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১০

বরিশাল: বাকেরগঞ্জ উপজেলায় যাত্রবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার রাত ১০টার দিকে উপজেলার বাখোরকাঠি এলাকার বরিশাল-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ইমারত শ্রমিক মো. মোতাহার হোসেন (৪০), মো. সাঈদ (৩৫), খোকন (৪০), শাহীদা (৩০), জালাল (৩৫), রাবেয়া (৩০), ইব্রাহিম (৪৫), বরকত (৩৮) এবং ট্রাক ড্রাইভার সিরাজ (৪০)। এদের মধ্যে মো. মোতাহার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত এক জনের পরিচয় জানা যায়নি।

আহতরা জানায়, উপজেলা সদরে নির্মাণ কাজ শেষে তারা ট্রাকে করে বরিশালে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে যাওয়া বৈশাখী পরিবহনের একটি বাসের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা নির্মাণ শ্রমিকদের মধ্যে ২ নারীসহ ১০ জন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এর আগেই আহতদের উদ্ধার করে শেবাচিমে নিয়ে যাওয়া হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.