শেরপুরে চিকিৎসককে বিবস্ত্র করে মুক্তিপণ আদায়

বগুড়া: শেরপুরে আমিরুল হোসাইন চৌধুরী (৪৮) নামে এক চিকিৎসককে বিবস্ত্র অবস্থায় ছবি তুলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায় ও শারীরিক নির্যাতন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক থানায় অভিযোগ করেছেন।

সোমবার রাত ৮টার দিকে শেরপুর-নন্দীগ্রাম সড়কের দুবলাগাড়ি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার চিকিৎসক সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক।

এ ব্যাপারে ভুক্তভোগী ডা. আমিরুল জানান, সোমবার সন্ধ্যায় তিনি হাঁটার জন্য বাড়ি থেকে বের হন। রাত সাড়ে  ৮টার দিকে শেরপুর-নন্দীগ্রাম সড়কের দুবলাগাড়ি মসজিদের কাছে পৌঁছলে পূর্ব পরিচিত এক যুবক তার বাবার অসুস্থতার কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যান। ওই এলাকার একটি গোডাউনের কাছে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেয়া পাঁচ যুবক তাকে জিম্মি করে মারপিট এবং বিবস্ত্র অবস্থায় ছবি তুলে পাঁচ লাখ টাকা দাবি করেন। সেখান থেকে তিনি মোবাইল ফোনে তার ম্যানেজারকে ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেক দিতে বলেন। ওই যুবকদের মধ্যে একজন গিয়ে তার ম্যানেজারের কাছ থেকে টাকা ও চেক নিয়ে ফেরত আসার পর রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বুলবুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগের ভিত্তিতে অপহরণকারীদের গ্রেপ্তার এবং টাকা ও চেক উদ্ধারের জন্য তার অভিযান চালাচ্ছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.