আজ ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন

গোলাম সরওয়ার :       বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা আজ ১৭ মার্চ ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু-জাতির জনক বলে অভিহিত এ মহামানবের নেতৃত্বে সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামে-মুক্তিযুদ্ধে বাঙালি পেয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন ছিলো অসামান্য গৌরবের। স্কুলজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। কৈশোরে গোপালগঞ্জ মিশন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র থাকাবস্থায় ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে প্রথমবারের মতো কারাবরণ করেন। ম্যাট্রিক পাসের পর কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা এ কে ফজলুল হকসহ তৎকালীন প্রথম সারির রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে আসেন। তখন থেকে নিজেকে ছাত্র-যুবনেতা হিসেবে রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত করেন।

মহাকালের আবর্তে অনেক কিছুই হারিয়ে যায়। হারিয়ে যান না জাতির আলোর দিশারীরা। বঙ্গবন্ধু তাই স্বাধীন বাংলাদেশের জনগণের কাছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়েই আছেন, থাকবেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন। প্রতি বছরের মতো জাতি দিনটিকে ‌জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করবে। দিনটি এবারও পালিত হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায়। বৃহস্পতিবার তাই সরকারি ছুটি। এ উপলক্ষে দেশজুড়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.