সীতাকুন্ডে সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তির মৃত্যু

কামরুল ইসলাম দুলু  :  সীতাকুণ্ডে ব্যবসায়ী অপহরণের জের ধরে সংঘর্ষে সন্ত্রাসী হামলায় আহত আলাউদ্দিনের(২৭) মৃত্যু হয়েছে। শনিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হওয়ার সত্যতা নিশ্চিত করেছে তার বড় ভাই আলমগীর হোসেন। জানা যায়, গত ৯ মার্চ উপজেলার মান্দারীটোলা সাগর উপকূলে গড়ে উঠা ইউরোপ্ল্যান্টের মাটি কাটা কাজে নিয়োজিত ঠিকাদার জসিম উদ্দিনকে অপহরনের জের ধরে স্থানীয় সন্ত্রাসী শাহাদাত ও মিয়া খান বাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী শাহাদাত ও তার পক্ষের লোকজনের হামলায় স্থানীয় কৃষক আলা উদ্দিন মারাত্বকভাবে আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে টানা ১১দিন জীবন-মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।নিহতের বড় ভাই মো.আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় সন্ত্রাসী শাহাদাত ও মিয়া খান বাহিনীর অর্তকিত হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা সন্ত্রাসী শাহাদাত,মিয়া খান ও ঘটনায় জড়িত অপরাপর সন্ত্রাসীদের দ্রুত শাস্তির ব্যবস্থা নিতে তিনি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন। সীতাকুন্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন মারা যায় ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.